কলাপাড়া পৌরসভা নির্বাচনে কাউন্সিল প্রার্থীরা কে কত ভোট পেলেন | আপন নিউজ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:১২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলী সদর ইউপি নির্বাচনে শেষ সময়ে প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা; জরিপে এগিয়ে মোতাহার আমতলী একে স্কুল মহাসড়ক থেকে ৪৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ কলাপাড়ায় দূর্যোগ সচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত কলাপাড়ায় ট্রাক কেনার কথা বলে আপন ভাতিজীর টাকা নিয়ে উধাও আপন চাচা জমে উঠেছে আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন; তিন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস আমতলীতে ডায়েরীয়ার প্রকোপ, স্যালাইন সংঙ্কট স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনের বেডে ৩১ জনের চিকিৎসা! কলাপাড়ায় ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কে পি’টি’য়ে জ’খ’ম করার অভিযোগ গলাচিপায় ডায়রিয়ার প্রকোপ, শিশুর মৃ’ত্যু কলাপাড়ায় জমিসংক্রান্ত বিষয় সালিশি বৈঠক শেষে হামলা; তিনজনকে কু’পি’য়ে জ’খ’ম কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে মা-ছেলে ও ছেলের বউকে পি’টি’য়ে জ’খ’ম করার অভিযোগ
কলাপাড়া পৌরসভা নির্বাচনে কাউন্সিল প্রার্থীরা কে কত ভোট পেলেন

কলাপাড়া পৌরসভা নির্বাচনে কাউন্সিল প্রার্থীরা কে কত ভোট পেলেন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ
গত ১৪ ফেব্রুয়ারী রবিবার অনুষ্ঠিত কলাপাড়া পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থীগণ কে কত ভোট পেলেন।
কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আঃ রশিদ স্বাক্ষরিত ভোটের ফলাফলে দেখা যায়,
কলাপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী ছিলেন ৫ জন। এ ওয়ার্ডে মোঃ তারেকুজ্জামান তারেক (উট পাখি) প্রতিকে ৭৬১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ,কে,এম শামসুল আলম (ডালিম) প্রতিকে ৩৪৩ ভোট, মোঃ গাউস মাতুব্বর (পান্জাবী প্রতিকে) ১৮৮ভোট, ফজলুল হক (পানির বোতল) প্রতিকে-১০৮ ভোট, মোঃ রফিকুল ইসলাম (টেবিল ল্যাম্প) প্রতিকে ৯৪ ভোট পান। ১নং ওয়ার্ডে বৈধ ভোটের সংখ্যা-১৪৯৪। বাতিল কৃত ভোট-২।
২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী ছিলেন ৫ জন। মোঃ হুমায়ুন কবির (টেবিল ল্যাম্প) প্রতিকে ৫৫০ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম মাঈনুল ইসলাম ১৪৪ভোট, নুরুল আমিন (পানির বোতল) প্রতিকে ৮০ভোট, মোঃ ফরিদ উদ্দিন বিপু (ডালিম) প্রতিকে ৩৯ভোট, মোঃ জাকির হোসেন ইমন (উট পাখি) ৩০ভোট পান। ২নং ওয়ার্ডে বৈধ ভোটের সংখ্যা ৮৪৩ বাতিল কৃত।
৩নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জাকি হোসেন জুকু (ডালিম) প্রতিকে ৬২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আঃ রাজ্জাক হাওলাদার ২২৭ভোট। এই ওয়ার্ডে২জন  কাউন্সিলর প্রার্থী ছিল। বৈধ ভোটের সংখ্যা ৮৫৩, বাতিল নাই।
৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী ছিলেন তিনজন। মোঃখালিদ খান (উটপাখি) প্রতিকে ৫৩৬ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃনাসির উদ্দিন (ডালিম) প্রতিকে ১৪২ভোট, মোঃ ইমরান বিশ্বাস (টেবিল ল্যাম্প) প্রতিকে ১২৪ভোট পেয়েছেন। এই ওয়ার্ডে বৈধ ভোটের সংখ্যা-৮০২। বাতিলকৃত ভোট-০১।
৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী ছিলেন ৩জন। শেখর চন্দ্র দাস (উটপাখি) প্রতিকে ৫৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিখিল চন্দ্র হাওলাদার (পানির বোতল) প্রতিকে ৩৯২ভোট, উত্তম দাস (ডালিম) প্রতিকে ৪৮ভোট পান। এই ওয়ার্ডে বৈধ ভোটের সংখ্যা-৯৭০। বাতিল কৃত নাই।
৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী ছিলেন ৬জন। মোঃ শাখাওয়াত হোসেন (পান্জাবী) প্রতিকে ৩৬২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেবাশীষ মুখার্জী (উট পাখি) প্রতিকে ২১০ভোট, মোঃ শফিকুর রহমান বিশ্বাস (টেবিল ল্যাম্প) প্রতিকে-১২০ভোট, নিগার সুলতানা মিলি (ডালিম) প্রতিকে ১১৬ভোট, মোঃহিরন (ব্লাক বোর্ড) প্রতিকে ৫৬ভোট পান। বৈধ ভোটের সংখ্যা-৯০৮
বাতিল কৃত ভোট-০৩।
৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী ছিলেন ২জন। মাহাবুব আলম (পান্জাবী) প্রতিকে ৫৫১ভোট পেয়ে নির্বাচিত হন। গাজী মশিউর রহমান (উট পাখি) প্রতিকে ২১২ ভোট পান। এই ওয়ার্ডে বৈধ ভোটের সংখ্যা-৭৬৩। বাতিল কৃত ভোট নাই।
৮নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী ছিলেন ৮জন। আঃ লতিফ খালাসী (পান্জাবী) প্রতিকে ২৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মহিউদ্দিন (টেবিল ল্যাম্প)২১১ভোট, মতিয়ার রহমান (ডালিম) প্রতিকে ১৩৯ভোট, মোঃ দুলাল হাওলাদার (ব্রীজ) প্রতিকে ৮৯ভোট, মোঃ কবিরুল ইসলাম (উট পাখি) প্রতিকে ৮১ভোট, আশরাফুল আলম (ব্লাকবোর্ড) প্রতিকে ৬২ভোট, মোঃ আল-আমীন (পানির বোতল) প্রতিকে ৬২ভোট, মোঃ রাশেদ খান (গাজর) প্রতিকে ৩৫ ভোট পান। এই ওয়ার্ডে বৈধ ভোটের সংখ্যা ৯৬৬, বাতিল কৃত নাই।
৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী ছিলেন ৩জন। আবুল কালাম আজাদ (ডালিম) প্রতিক নিয়ে সর্বোচ্চ ৭৮২ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হাসান সিকদার (পান্জাবী) প্রতিকে ৪৫১ভোট, মোঃ আল-আমীন সরদার (উট পাখি) প্রতিকে ৩৫১ভোট।এ ওয়ার্ডে বৈধ ভোটের সংখ্যা-১৫৮৪, বাতিল কৃত ভোট-১২।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ০১/০২/০৩ নং ওয়ার্ডে ৪ জন। মনোয়ারা বেগম (চশমা) প্রতিকে ১৬২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হোসনেয়ারা বেগম (বলপেন) প্রতিকে ৭১১ভোট, মোসাম্মাত লাইজু হেলেন লাকী (আনারস) প্রতিকে ৫৯১ভোট, রাশেদা বেগম (জবা ফুল) প্রতিকে ২৫৫ ভোট পান। বৈধ ভোটের সংখ্যা-৩১৭৯। বাতিল কৃত ১৩ভোট।
৪/৫/৬ নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর প্রার্থী ছিলেন ২জন। রোজিনা আকতার (জবাফুল) প্রতিকে ১৪৮৪ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শুভ্রা চক্রবর্তী (আনারস)প্রতিকে ১১৮০ভোট পান।
৭/৮/৯নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর প্রার্থী ছিলেন ৪জন। উম্মে তামিমা বিথি (অটোরিক্সা) প্রতিকে ১৩৮২ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোসাঃ রুবিনা আখতার (আনারস) প্রতিকে ১৩৪৭ ভোট। মোসাঃ রানী বেগম (চশমা) প্রতিকে ৪০০ ভোট। সবিতা রানী (জবা ফুল) প্রতিকে ১৭৫ ভোট পান। এই তিনটি ওয়ার্ডে বৈধ ভোটের সংখ্যা-৩৩০৪। বাতিল কৃত ভোট-২০।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!