সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

চঞ্চল সাহাঃ
পটুয়াখালীর কলাপাড়ায় অপহরনের দুই ঘন্টা পর মোসা.তামান্না আক্তার (১৫) নামে নবম শ্রেনীর এক ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। মংগলবার রাত ৮ টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের পোলঘাটা বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অপহৃত ছাত্রীর পিতা মো. সিদ্দিকুর রহমান বাদী হয়ে অপহরনকারী মিরাজ সর্দার (২৮) কে আসামী করে বুধবার কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ অপহরনকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.আলামিন জানান, মংগলবার সন্ধ্যা ৬ টার দিকে তামান্না তার পিতার দোকান থেকে বাড়ীর সওদা নিয়ে বাড়ী ফেরার পথে পথিমধ্যে তাকে মুখ চেঁপে অপহরন করে নেয় মিরাজ সর্দার। ঘটনাটি জানা জানি হলে তামান্নার পিতা ত্রিপল নাইন নম্বরে ফোন করে বিষয়টি জানায়। কিছুক্ষন পরে পুলিশ এসে তামান্নাকে উদ্ধার করে অপহরনকারী মিরাজকে গ্রেপ্তার করে।
তামান্না স্থানীয় তুলাতলী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। তার বাড়ী উপজেলার বালিয়াতলী ইউনিয়নের রিফিউজি পাড়ায়।
অপরদিকে,অপহরনকারী মিরাজ সর্দার পার্শ্ববর্তী মিঠাগঞ্জ ইউনিয়নের লেমুপাড়া এলাকার মো.শাহআলী সর্দারের ছেলে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply