সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

এস এম আলমগীর হোসেনঃ
পটুয়াখালী-৪ আসনের সাবেক এমপি ও ডিডিসি (জেলা উন্নয়ন সমন্ময়কারী), জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটি’র প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, কলাপাড়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ মোয়াজ্জেম হোসন’র অদ্য ২৬ মার্চ শুক্রবার ১৯তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তার রুহের মাগফিরাতের জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে কলাপাড়া পৌরশহরের প্রতিটি মসজিদ, এতিমখানা ও কাওয়ারচর তার জন্মস্থান ধূলাসার ইউনিয়নের প্রতিটি মসজিদ, মহিপুর ও রাঙ্গাবালী থানা এবং ঢাকার সেগুন বাগিচার বাস ভবনে কোরআনখানী, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, তিনি ১৯৬৮ সালে পাকিস্তান এয়ারফোর্স-এ যোগদান করেন এবং পরবর্তীতে ১৯৭১ সালের এপ্রিলে ৯নং সেক্টরে মেজর জলিলের অধীনে মুক্তিযোদ্ধা সমন্বয়ক হিসেবে আমতলী ও কলাপাড়া থানায় মুক্তিবাহিনী গঠনের মাধ্যমে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য তিনি ২০০২ সালের আজকের এই দিনে খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
এ নিউজটি আপন নিউজের বিশেষ পত্রিকায় প্রকাশিত।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply