সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

আপন নিউজ রিপোর্ট।।
কলাপাড়ার ধানখালী ইউনিয়নের গন্ডামারি গ্রামে পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরে অতর্কিত হামলা চালিয়ে এক পরিবারের তিন জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।
গত বুধবার ১৪ এপ্রিল আসরের নামাজ শেষে স্থানীয় মসজিদ মাঠে এ হামলার ঘটনাটি ঘটে।
এক পরিবারের খবির মিয়া (৪০), আঃ রাজ্জাক মিয়া (৬৫), মহসিন মিয়া (৬০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্ব জখম করে। এদের আহত অবস্থায় স্থানীয়রা তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আঃ রাজ্জাক মিয়া (৬৫) জানান, পূর্ব শত্রুতার জের ধরে আসরের নামাজ পড়ে বের হওয়ার সময় ঘটনা দিন মসজিদের মাঠে ওঁৎ পেতে থাকা মোঃ বাছেদ মিয়া (৩৫), আফজাল মিয়া (৪২), জাকির মিয়া (৩৮) সহ ৭/৮ জন ধারালো দা, রড নিয়ে কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে আমাকে এবং আরার ছোট ভাই ও বড় ভাইয়ের ছেলেকে কুপিয়ে জখম করে। আমাদের রক্ষা করতে এসে আমাদের স্ত্রীদের কাছ থেকে স্বর্ণের গহনা এবং ফোন ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply