মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১২:৩৪ পূর্বাহ্ন
কলাপাড়ায় ঠিকাদারের খামখেয়ালি; সড়ক তো নয় যেন খাল!
আপন নিউজ ডেস্কঃ এটি কোন নালা কিংবা পানি চলাচলের ছোট খালও নয়। এটি কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের একটি সড়ক। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর এসড়কটির নির্মাণ কাজ করছে। সংশ্লিষ্ট ঠিকাদার রাস্তার মাঝখানের মাটি কেটে (বেড) দুই পাশে ফেলে রেখেছে। প্রায় দুই মাস ধরে লোন্দা গ্রামের মানুষ লোন্দা ডানিডা সড়কের এই সংযোগ সড়কে চলাচল করতে ভোগান্তিতে পড়েছেন। এতোদিন অনাবৃষ্টি থাকায় তাঁদের তেমন সমস্যা হয়নি।
অন্তত হেটে চলাচল করতে পেরেছেন।
কিন্তু গত দুই দিনের বৃষ্টিতে এখন পানি জমে ছোট খালের মত হয়ে গেছে। কোথাও কোমর, আবার কোথাও হাটু সমান পানি থাকছে সড়কটিতে।
স্থানীয় শতশত পরিবারের এখন দূর্ভোগ এ কারণে চরমে পৌছেছে। বালু না ফেলায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। ভোগান্তি লাঘবে স্থানীয় লোকজন ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করলে কোন সদুত্তর মেলেনি। এ নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর প্রতিবাদের ঝড় চলছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) কলাপাড়া উপজেলা প্রকৌশলী মোহর আলী জানান, কাজটি করতে ঠিকাদারকে তাগিদ দেয়া হয়েছে।
জানা গেছে, দুই কিলোমিটার দীর্ঘ এ সড়কটি নির্মাণে প্রায় দুই মাস আগে ঠিকাদারকে কার্যাদেশ দেয়া হয়েছে। এক কোটি ৮৮ লাখ টাকা ব্যয় রাস্তাটি পাকাকরন হচ্ছে। বর্তমানে জনদূর্ভোগ লাঘবে শত শত পরিবার উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
স্থানীয় বাসীন্দা সবুজ মোল্লা, সুপ্রিয়া বেগম জানান, এই রাস্তাটির নির্মাণ কাজ না করায় শত শত পরিবারের ভোগান্তি এখন চরমে। কাদাপানি পেরিয়ে কাপড়-চোপড় নষ্ট করে চলাচল করতে হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply