রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:৫৯ পূর্বাহ্ন
কলাপাড়ায় গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্য! আমতলী থানায় মামলা
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ কলাপাড়ার উত্তর চাকামইয়া গ্রামের গাড়ী চালক মোঃ মহিবুল্লার স্ত্রী শাহিনুরের রহস্যজনক মৃত্যু হয়েছে। আমতলী থানা পুলিশ গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে। ঘটনা ঘটেছে রবিবার রাতে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ ঘটনায় আমতলী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
জানাগেছে, কলাপাড়া উপজেলার উত্তর চাকামইয়া গ্রামের রফেজ খানের ছেলে মোঃ মহিবুল্লাহ ২০০০ সালে স্বরুপকাঠি উপজেলার কামারকাঠি গ্রামের আউয়াল মোল্লার মেয়ে শাহিনুরকে প্রেম করে ঢাকায় বসে বিয়ে করেন। তাদের একজন পুত্র সন্তান রয়েছে। গত বছর প্রাণঘাতী করোনা ভাইরাস শুরু হলে স্বামী মহিবুল্লাহ স্ত্রী শাহিনুরকে তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। গত দের বছর ধরে শাহিনুর বাড়ীতে বসবাস করে আসছে। রবিবার সন্ধ্যায় গৃহবধু শাহিনুর পানি আনতে গিয়ে পুকুরে পড়ে মারা গেছে এমন দাবী শ্বশুর রফেজ খানের। ঘন্টাখানের পরে তার মরদেহ পুকুর থেকে উদ্ধার করে স্থানীয়রা। পরে ওইদিন রাতে শ্বশুর বাড়ী সংলগ্ন কলাপাড়া হাসপাতালে না নিয়ে ২০ কিলোমিটার দুরে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোঃ শাহাদাত হোসেন তাকে মৃত্যু ঘোষনা করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় আমতলী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
নিহত গৃহবধুর বোন তানিয়া আক্তার অভিযোগ করে বলেন. আমার বোনকে নির্যাতন করে তার শ্বশুর বাড়ীর লোকজন মেরে ফেলে পানিতে পরে মরে যাওয়ার নাটক করছে। আমি এ ঘটনার বিচার চাই।
গৃহবধু শাহিনুরের শ্বশুর মোঃ রফেজ খান বলেন, আমার পুত্রবধুর আগে থেকেই মৃগী রোগ ছিল। রবিবার পানি আনতে গিয়ে পুকুরে পরে মারা গেছেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোঃ শাহাদাত হোসেন বলেন, গৃহবধুর মৃত্যু রহস্যজনক মনে হওয়ায় পুলিশে খবর দিয়েছি। পুলিশ এসে মরদেহ নিয়ে গেছেন।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, গৃহবুধর মরদেহের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তিনি আরো বলেন, ময়না তদন্ত প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply