মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১২:২৯ পূর্বাহ্ন
কলাপাড়ায় এরা কারা? রাত হলেই বাসাবাড়িতে নক ও ইট পাটকেল করছে
আপন নিউজ রিপোর্টঃ কলাপাড়ায় এরা কারা? রাত হলেই বাসাবাড়িতে নক ও ইট পাটকেল করছে। এছাড়াও চালানো হয় চুরির চেষ্টা। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। পৌর শহরের নাচনাপাড়া করম আলী জামে মসজিদের পাশের রাস্তার এরাকার ঘটনা।
স্থানীয় বাসিন্দা কাজল বলেন, ৬/৭ দিন আগে আমার বাসায় চোরের দল প্রবেশ করে শোকেস ভেঙ্গে মালামাল লুট করার চেষ্টা চালায়।
এ সময় আমরা টের পেলে চোরের দল ছিটকে পড়ে। রাত যখন ২ টার হয় তখনই শুরু দরজা নক ও ইট পাটকেল করে থাকে। এতে আমরা এলাকাবাসী আতঙ্কে আছি।
স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, এই এলাকায় ১৫/২০ জন পরিবার বসবাস করে আসছি। কিন্তু কয়েক দিন ধরে হঠাৎ প্রায় রাত হলেই বাসাবাড়িতে দরজা নক ও ইট পাটকেল করছে। এতে আমরা ভয় ও আতঙ্কের মধ্যে আছি।
এ ব্যাপারে স্থানীয় পৌরসভার ১ ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান তারেক বলেন, এ প্রথম সাংবাদিকের মাধ্যমে শুনলাম, খোঁজখবর নিয়ে ব্যবস্থা নিচ্ছে।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান জানান, এ ধরনের কোন অভিযোগ আসেনি, অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেব।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply