বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:৫৩ পূর্বাহ্ন
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর ৪৫০ টাকা নগদ অর্থ সহায়তা পেল ৬৬ হাজার ৯১৬ পরিবার
বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়ায় ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ ভিজিএফ’র নগদ অর্থ সহায়তা পেল ৬৬ হাজার ৯১৬ দরিদ্র পরিবার। মঙ্গলবার সকালে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান মহিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিয়াখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুস্থ, দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র এ নগদ অর্থ সহায়তা বিতরন কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: হুমায়ুন কবির, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, সহ-সভাপতি অধ্যক্ষ ড. শহিদুল ইসলাম বিশ্বাস, অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দীন প্রমূখ।
এর আগে সাংসদ মহিব্বুর রহমান কলাপাড়া পৌরসভা কার্যালয়ে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর নগদ ৪৫০ টাকা অর্থ সহায়তা বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ, উপজেলা আওয়ামী যুবলীগ নেতা ভিপি জিয়া, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইয়ামিন আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান আশিক তালুকদার প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, কলাপাড়া উপজেলার ১২টি ইউনিয়নে ৫৯ হাজার ২১৪ পরিবার, কলাপাড়া পৌরসভায় ৪ হাজার ৬২১ পরিবার এবং কুয়াকাটা পৌরসভায় ৩ হাজার ৮১ অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র এ নগদ অর্থ সহায়তা তুলে দেয়া হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply