রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:১৬ পূর্বাহ্ন
কলাপাড়ার লালুয়ায় পানিবন্দী দুর্ভোগী মানুষের মাঝে সাংসদ অধ্যক্ষ মহিব্বুর রহমান
রিপোর্ট;-বিশ্বাস শিহাব পারভেজ মিঠু/এস এম আলমগীর হোসেনঃ ঘূর্ণিঝড় “ইয়াস” পানি প্লাবনে ক্ষতিগ্রস্ত দুর্ভোগী কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চর-চান্দুপাড়া বুড়ুজালিয়া স্পটের বেড়িবাধ পরিদর্শন ও পানিবন্দি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পটুয়াখালী -৪ সাংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান।
শুক্রবার (২৮মে) শেষ বিকেলে লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে সাংসদের নিজস্ব তহবিল থেকে পানি বন্দী ৩০০ দুর্ভোগী মানুষের মাঝে চাল, ডাল, তেল,আলু, লবন সহ প্যাকেট বিতরন করেন। বেড়িবাঁধ নির্মানের দাবী করে পটুয়াখালী -৪ সাংসদ অধ্যক্ষ মুহিব্বুর রহমান মুহিব লালুয়ার পানিবন্দী মানুষের দুর্দশার চিত্র দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি ওই সময়ে পাউবোর নির্বাহী প্রকৌশলীর সাথে মুঠোফোনে কথা বলেন, শনিবার (২৯ মে) বুড়ো জালিয়া বেড়িবাঁধ ভাঙন কবলিত এলাকায় সরেজমিন এসে ত্বরিত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ করেছেন।
বিশুদ্ধ পানির সংকট নিরসনে উপজেলা প্রশাসনের কাছে মুঠোফোনে জরুরি ভাবে লালুয়ায় পানি বিশুদ্ধ করন ট্যাবলেট দেবার জন্য অনুরোধ করেন। জনগনের সমস্যা নিরসনে প্রয়োজনীয় সকল কর্মকান্ড করা হবে বলে সাংসদ জানান।
লালুয়ার দশ হাজার পানিবন্দী মানুষের নির্ঘুম রাত কাটে। ঘরবাড়ি পানিতে ডুবে থাকায় পাউবোর বেড়িবাঁধে ছোট ছোট খুপরি ঘর তৈরী করছে।
লবন পানিতে সয়লাব লালুয়া ইউনিয়ন বেরী বাঁধ নির্মানের দাবীতে সোচ্চার এখন লালুয়া ইউনিয়নবাসী।
দশ হাজার পানি বন্দী লালুয়ার মানুষ রান্না করতে পারছেনা। পরযাপ্ত ত্রান সামগ্রী দরকার।
লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, আওয়ামী লীগ ইউনিয়ন সভাপতি তারিকুল ইসলাম খান, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও টিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো.ইয়ামিন আহম্মেদ, কলাপাড়া প্রেসক্লাব সহ- সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, এমপির সহকারি মো. তরিকুল ইসলাম মৃধা, আওয়ামী যুব লীগের সহ-সভাপতি আঃ হক মৃধা, ওয়ার্ড আওয়ামী লীগের শাহিন তালুকদার, বাদল হাওলাদার, হোসেন খান, ইউপি সদস্য মো,জাফর, ফিরোজ তালুকদার প্রমূখ উপস্থিত ছিলেন।
লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস ও লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তারিকুল ইসলাম খান পানিবন্দী লালুয়াবাসীর প্রানের দাবী বেরীবাধ ত্বরিত নির্মান
ওয়াপদা বেরীবাঁধে আশ্রয় নেয়া পানিবন্দী মানুষদের জন্য জরুরী ভিওিতে পর্যাপ্ত ত্রান সামগ্রী দেয়া দরকার। সকল মহলকে পানিবন্দী লালুয়াবাসীর চলমান দুর্দশা লাঘবে মানবিক মুল্যবোধের তাগিদে হলে ও সাহায্যের হাত প্রসারিত করার আহবান জানান লালুয়া ইউনিয়নের পানিবন্দী অসহায় মানুষ। গবাদিপশুর খাদ্য সংকট বিরাজমান।মাছের ঘের ভেসে গেছে। জোয়ার হলেই সমগ্র লালুয়ার মানচিত্র পাল্টে যায়। পানি আর পানি।আভ্য ন্তরীন সড়ক পথের অবস্থা শোচনীয়। অনেক রাস্তা ভেঙে গেছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply