বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:৩৭ পূর্বাহ্ন
মহিপুর থানায় কর্মরত এসআই মোঃ সাইদুর ইন্তেকাল করেছেন; শোক
আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়া উপজেলার মহিপুর থানায় কর্মরত এসআই মোঃ সাইদুর রহমান (৪৪) স্টোক করে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮ টায় থানার ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন শেষে পরবর্তী ডিউটি অফিসার কে ডিউটি বুঝিয়ে দেয়ার সময় বুকে ব্যাথা ও শারীরিক অসুস্থতা অনুভব করলে তাকে থানা পুলিশের সহায়তায় সরকারি গাড়ি যোগে কলাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত ডাঃ জে এইচ খান লেনীন জরুরী বিভাগে এঘটনা দিন সকাল ৮ টা ৫০ মিঃ সময় পরীক্ষা নিরিক্ষা শেষে (Sudden Cardio Arrest) স্টোক করে মৃত্যু হয় বলে জানান।
তিনি মৃত্যুকালে এক স্ত্রী, একছেলে ও এক মেয়ে রেখে যান। তার এই অকাল মৃত্যুতে পটুয়াখালী জেলা পুলিশ, কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান, ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান, মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান তার বিদেহী আত্মার মাগফেরত ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা কামনা করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply