মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

প্রাকৃতিক জীব বৈচিত্র্য রাক্ষায় কুয়াকাটায় সচেতনতা মুলক সভা
আপন নিউজ অফিসঃ প্রাকৃতিক জীব বৈচিত্র্য রাক্ষায় পর্যটন কেন্দ্র কুয়াকাটায় সৈকতে ভাড়ায় চালিত মোটরসাইলেক চালকদের নিয়ে সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শনিবার (৫জুন) দুপুরে ইলিশ পার্কে ইলিশ প্লানেট’র ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশ ইকোফিস-২ এ সভার আয়োজন করে। এ সভায় করেন সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশ ইকোফিস-২ পটুয়াখালী সহকারি গবেষক সগরিকা স্মৃতি।
বক্তব্য রাখেন, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, টোয়াকের সভাপতি রুমান ইমতিয়াস তুষার, কুয়াকাটা খানবাদ কলেজের সহকারি অধ্যাপক খান এ রাজ্জাক, সৌমিত্র সুমন।
এছাড়া বক্তব্য কুয়াকাটা শ্রমিকলীগ সভাপতি হাবিব হাওলাদার, সৈকতে মটরসাইকেল চালক জামাল খান, ইব্রাহিম খলিফা, সোলায়মা প্রমুখ।
বক্তারা বাস্তুসংস্থান পুনরুদ্ধার এবং সৈকতে লাল কাকড়া ও কচ্ছপের অবাধ বিচরন ফিরিয়ে আনার দাবী জানান।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply