শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০১:১৯ অপরাহ্ন
কলাপাড়ায় সিধ কেটে নিয়ে গেছে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা; হামলায় স্বামী-স্ত্রী আহত
আপন নিউজ রিপোর্টঃ কলাপাড়ায় সিধ কেটে ঘরে প্রবেশ করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে গেছে। এসময় চোরের হামলায় মো.সুলতান খাঁ (৬৫) ও তার স্ত্রী কোহিনুর বেগম (৪০) কে জখম করেছে।
আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। উপজেলা নীলগঞ্জ ইউনিয়স ফতেপুর গ্রামে শুক্রবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে।
আহত মো.সুলতান খাঁ জানান, ঘটনার রাতে ঘুমিয়ে ছিলাম, হঠাৎ দেখতে পারি স্থানীয় রাসেল ও শাকিব সহ ৭/৮ জন ঘরে থাকা স্বর্ণ অলংকার ও গরু বিক্রি করার টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে। বাধা দিলে আমাকে ও আমার স্ত্রীকে এলোপাতাড়িভাবে পিটিয়ে জখম করে।
এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান বলেন, স্থানীয় চকিদারের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি, এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply