মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০১:০২ পূর্বাহ্ন
আপন নিউজ ডেস্ক।। কলাপাড়ায় এখনই দখল দৌরাত্ম্য বন্ধ করতে না পারলে আন্ধারমানিকের সঙ্গে বানাতিবাজার হয়ে ঢোস শাখা নদী হারিয়ে যাবে। এ নদীটি এখন দখলে নেমেছে এক শ্রেণির দখলদার। নদী, নদীর তীর দখল করে দোকানপাট থেকে বাড়িঘর তোলা হচ্ছে। অন্তত পাঁচ কিলোমিটার দীর্ঘ এই শাখা নদীটি এক দিক আন্ধারমানিক থেকে রাবনাবাদ চ্যানেলের সঙ্গে মিশেছে।
ভূমি অফিসের উদাসীনতার কারণে নতুন নতুনভাবে পার ভরাট করা হচ্ছে। কোথাও স্থাপনা তোলা হচ্ছে। কোথাও পাইলিং দিয়ে ভরাট করা চলছে। বিশেষ করে চরনজীর গ্রাম ঘিষে এই শাখা নদীটির তীর দখল করে বাড়িঘর তোলা হয়েছে। স্কেভেটর দিয়ে মাটি কেটে রিং বেড়িবাঁধ করে দখল করে নেয়া হয়েছে। উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতিবাজারে নদীতীর দখল করে তোলা হয়েছে বহু স্থাপনা।
মুক্তিযোদ্ধা বাজারেও একই অবস্থা। এরপরে আবার মাঝে মাঝে পাইলিং দেয়া হয়েছে। এখনই এই দখল দৌরাত্ম্য বন্ধে উদ্যোগ নেয়া প্রয়োজন। নইলে শাখা নদীটি একসময় ভরাট ও দখল হয়ে হারিয়ে যাবে। এই নদী তীরের ম্যানগ্রোভ প্রজাতির গোলগাছ, ছইলা-কেওড়া গাছ কেটে ইতোমধ্যে উজাড় করে দেয়া হয়েছে। এখন ভরাট, পাইলিং এবং স্থাপনা তোলার কাজ চলছে। সচেতনমহল এই শাখা নদীটি রক্ষায় যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল নদী দখল করে কেউ কোন স্থাপনা করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply