মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৩:৪৮ পূর্বাহ্ন
আপন নিউজ অফিস।। কলাপাড়ায় সমুদ্রগামী ট্রলার মাঝিদের জীবনমান উন্নয়নে ও সামুদ্রীক জীববৈচিত্র্য রক্ষায় তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) প্রশিক্ষিত ট্রলার মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়। উপজেলার মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এনহ্যান্সড্ কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ ইকোফিশ-২ অ্যাক্টিভিটি’র উদ্যোগে ওয়ার্ল্ডফিশ ও মৎস্য অধিদপ্তর তিন দিনের কর্মশালার আয়োজন করে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা। এসময় উপস্থিত ছিলেন, কুয়াকাটা নৌ-পুলিশ ফারির ইনর্চাজ এ এস আই কামরুল ইসলাম,কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, কুয়াকাটা খানাবাদ কলেজের সহকারী অধ্যাপক খান এ রাজ্জাক প্রমূখ। সামুদ্রীক জীববৈচিত্র্য ও জেলেদের সচেতনতা বক্তব্য রাখেন, ইকোফিস-২ প্রকল্পের পটুয়াখালী সহকারী গবেষক সাগরিকা স্মৃতি।
তিনদিনের এ কর্মশালা পরিচালনা করেন কুয়াকাটা ট্যুর অপারেটর এসোসিয়েশনের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply