শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। রোববার (২৭ জুন) সকালে মালায়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত জামাল মীরের বাড়ীতে চলছে শোকের মাতম। ছেলেকে হারিয়ে পাগল প্রায় বাবা কাশের মীর, মা জহরা বেগম ও কন্যা জান্নাতি। সরকারের কাছে দ্রুত নিহত জামাল মীরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের দাবী জানিয়েছেন পরিবার।
জানাগেছে, আমতলীর নাচনাপাড়া গ্রামের মোঃ কাশেম মীরের ছেলে জামাল মীর ২০১৭ সালে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে ধার দেনা করে মালায়েশিয়া যান। গত চার বছর ভালোই কাটছিল জামাল মীরের প্রবাস জীবন। এ বছর ডিসেম্বরে তার বাড়ীতে আসার কথা রয়েছে বলে জানান ভগ্নিপতি বেল্লাহ হোসেন। কিন্তু রবিবার সকালে কাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাসের চাকায় পিষ্ঠ হয়ে জামাল মীর নিহত হয়। রবিবার দুপুরে জামাল মীরের নিহতের খবরে এলাকায় শোকের ছাড়া নেমে আসে। স্বজনরা কান্নায় ভেঙ্গে পরেন। পরিবারে বইছে শোকের মাতম। জামাল মীরের মা-বাবা, স্ত্রী, জান্নাতী নামের ১১ বছরের এক কন্যা শিশু রয়েছে।
নিহত জামাল মীরের মা জহরা বেগম কান্নাজনিত কন্ঠে বিলাপ করে বলেন, মোর সব শ্যাষ। ক্যানো মুই পোলাডারে বিদ্যাশে পাডাইলাম। আল্লায় মোর বুকটারে এ্যইরহম খালি হরলে।
জামালের বাবা কাশের মীর বলেন, সকালে কাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে খবর পেয়েছি। তিনি আরো বলেন, আমার ছেলেকে দেশের মাটিতে কবর দিতে চাই।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, পরিবার আবেদন করলে নিহত জামালের মরদেহ দেশে আনার প্রক্রিয়া গ্রহন করা হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply