রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৩:১৪ পূর্বাহ্ন
আপন নিউজ রিপোর্ট।। কলাপাড়ায় নতুন করে আরও ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।
সোমবার (২৮ জুন) নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ জনের, এ মধ্যে ১৪ জনই করোনায় আক্রান্ত হয়।
এরা হলেন, কলাপাড়ার নাচনাপাড়ার আতিকা (২২), ও তফিজুল ইসঃ (৩৫), পুরান বাজারের নাজনিন ফাতেমা (৫৭), সবুজবাগের ওয়াং রুই (২৮) ও আনোয়ার হোসেন (৪০), নজরুল ইসলাম সড়কের উজ্জল মোল্লা (৩৪), উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের রাকিবুল হোসেন (২৩), শেফালী (৬০), মৌডুবি, বড়বাইশদিয়া, হোসনেয়ারা (৩৯) কুয়াকাটা, হাবিব (১৮), আজিমপুর,কুয়াকাটা, বাকিবিল্লাহ (২৯), ঘোপখালী, আরপাঙ্গাশিয়া, বরগুনা, তানজিল (১৯), পুটখালী,বরগুনা, হাফিজুল্লাহ (২৪), পূর্বচর মজিদ,নোয়াখালী ও শাওন হাং (২৩), দাইনছড়ি,খাগড়াছড়ি।
সোমবার (২৮ জুন) কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিশ্চিত করেছেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply