শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১১:৪২ পূর্বাহ্ন
মো.মাহতাব হাওলাদার।। উপজেলার মহিপুর বন্দর মৎস্য আড়ৎ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের ৯টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিটির সভাপতি ডা. রুহুল আমিন দুলাল মঙ্গলবার (২৯ জুন) সমিতির কার্যালয়ে ৯ জনকে নির্বাচিত ঘোষণা করেন।
এরা হলেন, সভাপতি হাজী মোঃ দিদার উদ্দিন আহমেদ মাসুম, সহ সভাপতি হাজী আঃ ছত্তার হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ রাজু আহমেদ রাজা, সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস রেজা,
অর্থ সম্পাদক শ্রী সুমন চন্দ্র দাস, দপ্তর সম্পাদক মোঃ রাসেদুল আলম রাসেল, নির্বাহী সদস্য মোঃ হাব্বান মুন্সী, মোঃ ছগীর খলিফা ও মোঃ ইব্রাহিম খান।
উপজেলার মহিপুর বন্দর মৎস্য আড়ৎ ব্যাবসায়ি সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের জন্য ২৪-০৫-২১ তফসিল ঘোষণা করে নির্বাচন কমিটি। ২৯ জুন ভোট গ্রহণ হওয়ার কথা ছিল। নির্বাচন কমিটির সভাপতি ডাঃ রুহুল আমিন দুলাল বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মাত্র ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
৫-০৬-২১যাচাই-বাছাই প্রত্যাহার এবং ১৫-০৬-২১ প্রতীক বরাদ্দের তারিখ ছিল। কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় নির্বাচন বিধিমালা অনুযায়ী ৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply