মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১২:৪৯ পূর্বাহ্ন
আপন নিউজ অফিস।। কলাপাড়ায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ৭ টি ট্রলার ও ৩ লক্ষ মিটার জালসহ ৩৪ জেলেকে আটক করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। রবিবার (৪ জুলাই) দিনভর উপজেলার আগুনমুখা নদীতে অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করা হয়।
কুয়াকাটা নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত ৮ জেলের বাড়ি উপজেলার লালুয়া এলাকায় এবং ২৬ জেলের বাড়ি পার্শ্ববর্তী রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন এলাকায়।
কুয়াকাটা নৌ-পুলিশের এএসআই কামরুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেশ কয়েকদিন ধরে এসব জেলেরা সমুদ্রসহ বিভিন্ন নদ নদীতে মাছ শিকার করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করা হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply