মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

রিপোর্ট-চঞ্চল সাহা।। কলাপাড়ায় স্থানীয় ফাম্মের্সী গুলোতে দীর্ঘদিন ধরে জ্বর-সর্দি-কাশির ওষুধের সংকট দেখা দিয়েছে। ফলে রোগীদের চাহিদা অনুযায়ী কাঙ্খিত কোম্পানীর ওষুধ না পেয়ে বিপাকে পড়েছে স্থানীয় ব্যবসায়ী সহ রোগীরা। ওষুধ কোম্পানীর প্রতিনিধিরা বলছে, কাঁচামালের সংকটের কারনে কোম্পানীর সরবরাহ কম, ফলে ওষুধের এ সংকট দেখা দিয়েছে।
অপরদিকে, ছোট ছোট ওষুধ ব্যবসায়ীদের অভিযোগ, বড় বড় দোকান গুলোতে মজুদ থাকার কারনে এমন সংকটের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, পৌরশহর সহ উপজেলার ১২ টি ইউনিয়নে অন্ততঃ তিন শতাধিক ফার্ম্মেসী রয়েছে। এসব দোকান গুলোতে স্কয়ার এবং বেক্রমকো কোম্পানীর জ্র-সর্দি,কাশির ওষুধের তুলনামূলক বেশী চাহিদা রয়েছে । জ্বরের ওষুধ হিসেবে নাপা সিরাপ কিংবা ট্যাবলেট অথবা এইস সিরাপ কিংবা ট্যাবলেট সহ সমগোত্রীয় ওধুষ চিকিৎসকরা প্রেসক্রিপশন করে থাকে। সে হিসেবে রোগীরা সাধারনতঃ এ ওষুধ গুলো ক্রয় করেন বেশী। গত এক মাস ধরে এ ওষুধ গুলোর সংকট দেখা দিয়েছে। এতে রোগীরাও পড়েছে বিপাকে।
এ ব্যাপারে কলাপাড়া পৌর এলাকার ওষুধ ব্যবসায়ী বিশ্বজিৎ সেন জানান, দীর্ঘ এক মাস হয় এ কোম্পানীর নাপা গ্রুপ এবং এইচ গ্রুপের ওষুধ গুলো অর্ডার করলেও তা পাওয়া যাচ্ছে না। অথচ, কতিপয় বড় বড় দোকান গুলোতে বিশেষ ব্যক্তিরা এ ওষুধ পাচ্ছে বলে গ্রাহকদের মধ্যে থেকে এমন অভিযোগ উঠেছে।
বেক্স্রিমকো কোম্পানীর কলাপাড়া উপজেলা মেডিকেল রিপ্রেজেন্টটেটিভ অনুপম মধূ জানান, কাঁচামাল সংকটের কারনে গত মার্চ মাস থেকে এ সংকট দেখা দিয়েছে।
অপর দিকে, স্কয়ার কোম্পানীর মেডিকেল রিপ্রেজেন্টটেটিভ মো.মাহফুজুর রহমান জানান, ইতিমধ্যে জ্বরের রোগীদের সংখ্যা বেশী থাকায় এ ওষুধ গুলো প্রয়োজনের তুলনায় বেশী কিনছে মানুষ, ফলে সংকট দেখা দিয়েছে।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ইমার্জেন্সী বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘ একমাস ধরে বিভিন্ন রোগ নিয়ে যারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, তার বেশীর ভাগ রোগী জ্বর নিয়ে আসছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার জানান, জ্বর বিভিন্ন রোগের উপসর্গ হতে পারে। তবে অধিকাংশ রোগী এখন জ্বর নিয়ে আসছে বলেও তিনি উল্লেখ করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply