শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১০:১৩ পূর্বাহ্ন
আপন নিউজ অফিস।। কুয়াকাটায় জেলে পল্লীর অসহায় ও দুঃস্থ্য পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (৭ জুলাই) বেলা ১১টায় জেলে পল্লীর অসহায় ও দুঃস্থ্য পরিবারদের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সামগ্রী বিতরন করেন সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ৭ আর্টিলারি ব্রিগেডের ৪৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সেনাসদস্যরা।
সেনাবাহিনীর নিজস্ব অর্থআনে লেঃ কর্নেল মোহাম্মদ আমিনুল ইসলাম পিএসসি উপস্থিত থেকে কুয়াকাটা সৈকত ঘেষা জেলেপল্লীর প্রতিটি বাড়িতে এ খাদ্য সামগ্রী পৌছে দেন।
জানা গেছে, ৬৫ দিন সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞা ও করোনা প্রভাবে লবডাউনে এ ছিন্নমূল জেলে পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে এ খাদ্য সহায়তা পেয়ে খুশি প্রতিটি পরিবার।
লেঃকর্নেল মোহাম্মদ আমিনুল ইসলাম পিএসসি বলেন, যেকোন দূর্যোগ ও মহামারিতে সেনাবাহিনী মানুষের পাশে ছিল এবং আছে। তাই তাদের খাদ্যরসদ থেকে প্রথম দফায় ৫০ পরিবারকে চাল, ডাল, আটা, তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী পৌছে দেয়া হয়। তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply