শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। যমুনা গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি দানবীর বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমতলীতে শুক্রবার দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক যুগান্তর আমতলী উপজেলা প্রতিনিধি ও স্বজন সমাবেশের উদ্যোগে এ মিলাদের আয়োজন করা হয়।
যমুনা গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি দানবীর বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল গত বছর ১৩ জুলাই করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দৈনিক যুগান্তর আমতলী প্রতিনিধি ও স্বজন সমাবেশের উদ্যোগে শুক্রবার দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
কচুপাত্রা বাজার জামে মসজিদসহ ৫টি মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। কচুপাত্রা বাজার জামে মসজিদের দোয়া পুর্ব আলোচলায় বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোঃ সেরাজুল ইসলাম সিকদার, দৈনিক যুগান্তর পত্রিকার আমতলী প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন সিকদার, ব্যবসায়ী আলহাজ্ব আফজাল হোসেন মন্টু, মোঃ মজিবুর রহমান, মোঃ মতিউর রহমান সিকদার, সেরাজুল ইসলাম মাষ্টার ও মোঃ সোহরাফ হোসেন প্রমুখ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন ইমাম ও খতিব হাফেজ মোঃ বায়েজিদ হোসেন।
সভায় যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের কর্মময় জীবন নিয়ে আলোচনা ও রুহের মাগফিরাত কামনা করা হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply