মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০২:১৯ পূর্বাহ্ন
আপন নিউজ রিপোর্ট।। কলাপাড়ায় মাছের ঘেরের বাঁধ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় দুই দুই লক্ষ টাকার মাছ ভেসে গেছে। এ ঘটনায় ঘেরের মালিক মােঃ নেছার উদ্দিন আহম্মেদ কলাপাড়া থানার সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শুক্রবার (৩০ জুলাই) কলাপাড়া থানায় এই সাধারণ ডায়েরি (জিডি) করেন। ডায়েরি (জিডি) নং-১০৯৯।
সাধারণ ডায়েরি (জিডি) ঘেরের মালিক মােঃ নেছার উদ্দিন আহম্মেদ উল্লেখ করেন, লালুয়া মৌজায় বিএস খতিয়ান নং -৪৭ , দাগ নং -৩৫২৭ , জমির পরিমান ৫.৬৫ একর। ওই জমিতে আমাদের ইসলাম ফিস এন্ড এ্যাগাে নামে একটি মাছের ঘের আছে। ওই ঘেরে রুই, কাতলা সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছে।
তিনি আরও উল্লেখ করেন, ঘটনার দিন ইং ২৮/০৭/২০২১ তারিখ দিবাগত রাতে কে বা করা আমার মাছের ঘেরটির উত্তর ও দক্ষিন পার কেটে দিলে ঘেরে থাকা অনেক মাছ বের হয়ে অনুমান ২,০০,০০০/ -টাকার ক্ষতি হয়। তিনি বেলা অনুমান ৩ টায় ঘেরে গিয়ে ঘটনা দেখে স্থানীয় চেয়ারম্যান, মেম্বর সহ গন্যমান্য ব্যক্তিদেরকে অবহিত করেন।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply