বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:০৬ পূর্বাহ্ন
আপন নিউজ রিপোর্ট।। পটুয়াখালীর কলাপাড়ায় কাজে না আসায় বাড়ি গিয়ে হামলা করে স্বপন হাওলাদার (২৪), তার মা মােসাঃ মনছুরা বেগম (৩৫) ও ছোট বোন ছানিয়া আক্তার (১৪) কে লাঠি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (৩১ জুলাই) আনুমানিক দুপুর ২ টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের নেবুপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় মােসাঃ মনছুরা বেগম (৩৫) কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের অভিযুক্ত মােঃ সুমন হাওলাদার (২২) , পিতা মােঃ ইসমাইল হাওলাদার, মোঃ জামাল হাং (৪০) , পিতা মােঃ আয়নাল হাং, মােঃ শাহিন হাং (২০) , পিতা আধু হাং, মােঃ সােহাগ হাং (২৬), পিতা মােঃ ইসমাইল হাওলাদার সাথে স্বপন হাওলাদার ফসলী জমিতে কাজ করে। এঘটনার দিনে স্বপনের শারিরীক অসুস্থতার কারনে কাজে না গেলে তার বসত বাড়ির সামনে উঠানে শুক্রবার দুপুরে এসে কথা কাটাকাটির একপর্যায়ে গাছের লাঠি দিয়ে এলােপাথারী স্বপনকে মারধর করে। স্বপনকে বাচাঁতে এসে তার মা মােসাঃ মনছুরা বেগম, ছোট বোন ছানিয়া আক্তারকেও এলােপাথারী পিটিয়ে জখম করে।
তাদের ডাক চিৎকারে এলাকার লোক এগিয়ে আসলে আসামিরা তাদের ভয়-ভীতি দেখিয়ে চলে যায়। পরে তারা কলাপাড়া হাসপাতলে চিকিৎসার জন্য ভর্তি হন। বর্তমানে তারা কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply