বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০৯:৪০ অপরাহ্ন
আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় পায়রা বন্দর নির্মাণে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যদের কর্মক্ষম করতে প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে পায়রা বন্দর কর্তৃপক্ষ।
শনিবার বেলা ১১টায় উপজেলার উত্তর নিশানবাড়িয়া এসএমএফকে দাখিল মাদ্রাসা মিলনায়তনে ক্ষতিগ্রস্থ্য সদস্যদের অংশগ্রহনে গরু মোটাতাজাকরণ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
পায়রা বন্দর কর্তৃপক্ষ, নৌ-পরিবহন মন্ত্রনালয়ের তত্ত্বাবধানে উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্যা রুরাল পূয়র(ডরপ) এর আয়োজনে এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডরপ’র ডেপুটি টিম লিডার মো. মনিরুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানখালী ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পায়রা বন্দর কর্তৃপক্ষ’র সহকারী পরিচালক মো. আশরাফ উজ্জামান, ডরপ’র মনিটরিং এন্ড ইভেলুয়েশন অফিসার মো. রাশেদুজ্জামান। ২৪ দিন মেয়াদী এ প্রশিক্ষণে দুটি শিফটে ক্ষতিগ্রস্থ্য পরিবারের ৫০ সদস্য অংশগ্রহন করেন। এরমধ্যে নারী ৩০ জন , পুরুষ ২০ জন।
২০১৯ সালে পায়রা বন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে উন্নয়ন সংস্থা ডরপ পায়রা বন্দর নির্মানে ক্ষতিগ্রস্থ্য চার হাজার দুইশ পরিবারের সদস্যদের ১০৬টি ব্যাচে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করে।
এ পর্যন্ত দুই হাজার ৯৪৯ সদস্য প্রশিক্ষণ সম্পন্ন করে নিজেদের নিয়োজিত করেছে বিভিন্ন আয়বর্ধক কাজে। এ গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণের মাধ্যমে এই ৫০ সদস্য নিজেদের বেকারত্ব দূর করতে পারবে বলে আশা করছেন ডরপ কর্তৃপক্ষ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply