বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০৩:২০ অপরাহ্ন
আপন নিউজ অফিসঃ ২১শে আগস্ট বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে কলাপাড়ায় আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. মজিবুর রহমান চুন্নু’র সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শহিদুল আলম ও মঞ্জুরুল আলম।
এসময় উপজেলা ও পৌর আওয়ামী লীগ সহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্য এবং গ্রেনেড হামলায় নিহত শহীদদের রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাসুম বিল্লাহ রুমী।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply