বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

আপন নিউজ অফিসঃ কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী গ্রমের মোসাঃ মিলি বেগম নামের এক বিধবা নারীর মাছের ঘেরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। গত ২৮ তারিখ রাতে পূর্ব মধূখালী গ্রমের অসহায় নারীর সাবলম্বি হওয়ার ৭০ শতাংশ জমিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রতিপক্ষরা।
মিলি বেগম জানায়, গত ১০ বছর আগে আমার স্বামী দুই মেয়ে দুই ছেলে রেখে মারা যায়। এরপর আমার স্বামীর সম্পত্তিতে নিকটাত্মীয়রা জবর দখল করে ভোগদখল করে আসছিলো। একই সঙ্গে জমির দিয়ারা জড়িপ করে নেয় অবৈধ ভাবে। এবছর আমার স্বামীর ৭০ শতাংশ জমিতে একটি মাছের ঘের নির্মান করি অসহায়ত্ব থেকে ছেলে মেয়েদের নিয়ে সাংসারিক ভাবে স্বাবলম্বি হওয়ার জন্য। কিন্তু কিছু কু চক্রি মহল আমার স্বাবলম্বি হওয়ার কার্যক্রমের অসন্তুস্ট হয়ে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ঘেরের সকল মাছ নিধন করে। এতে আমার স্ববলম্বি হওয়ার স্বপ্ন ভেঙ্গে দিয়েছে।
এঘটনায় ২৯ তারিখ রাতে কলাপাড়া থানা পুলিশের কাছে গিয়ে তাৎক্ষনিক কোন অভিযোগ দায়ের করতে না পারলেও সোমবার দুপুরে কলাপাড়া থানায় অজ্ঞাত নামাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। এঘটনায় কলাপাড়া থানার এসআই সুজনসহ অন্যান্য পুলিশ সদস্য ঘটনাস্থল পরিদর্শণ করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply