শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৫ পূর্বাহ্ন
আপন নিউজ রিপোর্টঃ কলাপাড়ায় করোনার নমুনা পরীক্ষায় অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নমুনা সংগ্রহকারীদের বিরুদ্ধে।
ভুক্তভোগী মো. মিলন তালুকদার অভিযোগ করে বলেন, গত ৬ সেপ্টেম্বরে আমি ও আমার স্ত্রী কলি বেগম কলাপাড়া হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা করাতে যান। নমুনা পরীক্ষা করতে সরকার নির্ধারিত ১০০ টাকা নেওয়ার কথা। কিন্তু হামপাতালের প্যাথলজী’র লাকি বেগম জনপ্রতি ২০০ টাকা করে নিচ্ছে।
তিনি আরও বলেন, আমি সরকার নির্ধারিত ১০০ টাকা ছাড়া আর কোন অতিরিক্ত টাকা না দেওয়ায় আমার ও আমার স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে করে।
এ ব্যাপারে কলাপাড়া হাসপাতালের প্যাথলজী’র মো. হাফিজুর রহমান বলেন, বিষয়টা আমিও শুনেছি, তাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। এখানে সরকার নির্ধারিত টাকা ছাড়া কোনো অতিরিক্ত টাকা নেওয়া হয় না বলে তার দাবি।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply