কলাপাড়ায় জেলের মৃত্যুর ঘটনায় এএসআইসহ চার নৌ-পুলিশ সদস্য ক্লোজ | আপন নিউজ

বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনায় প্রচারণায় এগিয়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন দেশি-বিদেশি শক্তি নির্বাচন বানচাল করতে চায়: সংবাদ সম্মেলনে ভিপি নুর আমতলীতে গাছের ডাল কাটতে গিয়ে ছিটকে পড়ে শ্রমিক নি’হ’ত কলাপাড়ায় অ’বৈ’ধ বালু উত্তোলন: ৫০ হাজার টাকা জ’রি’মা’না, কা’রা’দণ্ডের আদেশ কলাপাড়ায় ই’য়া’বা বিক্রির দায়ে দুই যুবকের কা’রা:দ’ণ্ড কলাপাড়ায় ১.৫ কিলোমিটার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি ম’দ উ’দ্ধা’র, আ’ট’ক-৪ কলাপাড়ায় মসজিদের ইমামকে পি’টি’য়ে র’ক্তা’ক্ত জ’খ’ম মহিপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁ’জাসহ মা’দ’ক ব্যাবসায়ী আ’ট’ক নি’খোঁ’জে’র তিন দিন পর শিবচর থেকে কলাপাড়ার কৃষিবিদের ম’রদে’হ উদ্ধার
কলাপাড়ায় জেলের মৃত্যুর ঘটনায় এএসআইসহ চার নৌ-পুলিশ সদস্য ক্লোজ

কলাপাড়ায় জেলের মৃত্যুর ঘটনায় এএসআইসহ চার নৌ-পুলিশ সদস্য ক্লোজ

আপন নিউজ অফিসঃ কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নের চরবালিয়াতলী গ্রামের জেলে সুজন হাওলাদারের (৩০) মৃত্যুর ঘটনায় বানাতিবাজারে পায়রা বন্দর নৌ-পুলিশ ফাড়ির এএসআই মামুন-উর-রশীদ, কনেস্টবল সাজ্জাদ, সুমন ও রিয়াজকে ক্লোজ করা হয়েছে।




নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম বুধবার সকালে এ খবর নিশ্চিত করেছেন। এছাড়া ওই ঘটনার সুষ্ঠু তদন্তে পটুয়াখালী জেলা পুলিশ ও নৌ-পুলিশের পক্ষ থেকে দুইটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটি দুই দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করবেন বলে জানা গেছে। মঙ্গলবার এ ঘটনায় জনরোষের অবরুদ্ধদশা থেকে উদ্ধার করা নৌ-পুলিশের চার সদস্য কলাপাড়া থানা পুলিশের হেফাজতে রয়েছে। নিহত জেলে সুজনের মৃতদেহ ময়না তদন্তের জন্য পটুয়াখালী প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য মঙ্গলবার রাবনাবাদ পাড়ের চরবালিয়াতলী এলাকায় পাঁচ জেলেসহ একটি ট্রলারকে নৌ-পুলিশের এএসআই মামুনের নেতৃত্বে ট্রলারযোগে ধাওয়া করা হয়। ঘন্টারও বেশি ধাওয়া খেয়ে ঢোস এলাকায় দ্রুত ট্রলার ভিড়িয়ে চার জেলে কিনারে উঠে দৌড়ে পালায়। কিন্তু ট্রলারে থাকা অপর জেলে সুজন হাওলাদার উঠতে পারেনি। স্থানীয়রা সুজনকে মেরে ফেলার খবর প্রচার করে। তাৎক্ষণিক শত শত নারী-পুরুষ বিক্ষোভ সহকারে নৌ-পুলিশ সদস্যদের ট্রলারসহ ঘেরাও করে রাখে। পরে শেষ বিকেল পর্যন্ত চেষ্টা করে কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ আলীর নেতৃত্বে কলাপাড়া ও মহিপুর থানার অন্তত ৩০ পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে নৌ-পুলিশ সদস্যদের অবরুদ্ধ দশা থেকে উদ্ধার করেন। এসময় কলাপাড়ার ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক উপস্থিত ছিলেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এদিকে নৌ-পুলিশের এএসআই মামুনের বিরুদ্ধে এন্তার অভিযোগ পাওয়া গেছে। জেলেরা প্রকাশ্যে তার বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ তুলেছেন। প্রত্যেক জেলে ট্রলার থেকে মাসোহারা আদায় করত মামুন। যে দিতনা তাকে বিভিন্নভাবে হয়রানি করা হতো। এমনকি লালুয়ায় মানুষের পারিবারিক বিরোধ কেন্দ্রীক ঘটনায় যখন তখন যে কাউকে ফাড়িতে নিয়ে মারধর করত। গত মে মাসের প্রথম সপ্তাহের শুক্রবার সন্ধার পরে মাঝের হাওলা গ্রামের আমির হোসেনকে নৌ-পুলিশ ফাড়িতে নিয়ে পেটায়। স্বামী-স্ত্রীর সামান্য ঝগড়ার ঘটনায় আমিরকে মামুন ধরে নেয়। চান্দুপাড়া গ্রামের শ্রমজীবী জাকির হোসেনকে খালে জাল পাতার ঘটনায় মারধর করে এএসআই মামুন। রাবনাবাদ পাড়ের মুর্তিমান আতঙ্ক এই এআসআই মামুনের রয়েছে সেখানকার একটি দালাল চক্র। তাদের চিহ্নিত করতে মাঠে নামছে প্রশাসন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!