শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫২ পূর্বাহ্ন
আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় ট্রলাওে ট্রালারে ধাক্কা লাগা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জেলে আহত হয়েছে। বুধবার শেষ বিকালে উপজেলার মৎস্য বন্দর আলীপুর আৎড়ঘাটে এ ঘটনাটি ঘটে। এর মধ্যে গুরুতর আহত উভয় পক্ষের মাহাতাব মাতুব্বর (২৮), রকিবুল হাওলাদার (২৮), দুলাল হাওলাদার (৫০), মামুন মুসুল্লী (২৩) ও হাসান মাতুব্বর (২৪) কে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও আহত জেলেদের সূত্রে জানা যায়, আলীপুরের মনিফিস নামের একটি আড়ৎ ঘাটে রাকিবের মাছধরার একটি ট্রলার নোঙ্গর করা ছিল। এসময় দোলোয়ার মুসুল্লির ট্রলার এসে ধাক্কা দিলে জেলেদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায় উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে দুই গ্রুপের অন্তত: ১৫ জেলে আহত হন। এর মধ্যে ১০ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছে। বাকি ৫ জন জেলেকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়ৎ সমবয় সমিতির সভাপতি মো.অনছার উদ্দিন মোল্লা বলেন, মৎস্য আড়ৎ ঘাটে ট্রলার নোঙ্গর করাকে কেন্দ্র করে দুই গ্রুপ জেলেদের মাঝে সংঘর্ষ হয়। তাৎক্ষনিক ঘটনাস্থালে পৌছলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply