বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫২ পূর্বাহ্ন
মহিবুল্লাহ পাটোয়ারী, মহিপুরঃ মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের এর একান্ত প্রচেষ্টায় পরিজনহীন সুবিধা বঞ্চিত শিশু তানজিলা পেলো নতুন ঠিকানা।
মঙ্গলবার সকালে মহিপুর থানার অফিসার ইনচার্জ জানতে পারেন যে, মহিপুর সুইজগেট এলাকার অপরিচিত একটি মেয়ে তানজিলা (১৭), পথ হারিয়ে স্থানীয় হেলেনা বেগমের বাসায় আশ্রয় নেন। মেয়েটির নিরাপত্তার কথা বিবেচনা করে তাৎক্ষণিক মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের এর নির্দেশক্রমে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
থানায় তাকে নারী ও শিশু ডেক্সে উপজেলা প্রবেশন কর্মকর্তার উপস্থিতিতে পুলিশি সেবা ও পরিচর্যা দেয়া হয়। তার পরিবারের সম্পর্কে খবর নিয়ে জানা যায়, তার বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাটে। পিতার নাম হানিফ সরদার, মা নেই। বাবা এবং পরিবারের কেউ শিশু তানজিলার খোজ রাখেনা। তার বাবার মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বাবার সাথে কথা বলতে পারেনি থানা পুলিশ।
পরবর্তীতে উপজেলা সমাজসেবা কর্মকর্তার পরামর্শ মোতাবেক উপজেলা প্রবেশন অফিসারের উপস্থিতিতে সুবিধা বঞ্চিত শিশুটির নিরাপত্তা ও কর্মসংস্থানের কথা চিন্তা করে কলাপাড়া উপজেলা প্রবেশন অফিসারের মাধ্যমে সুবিধা বঞ্চিত শিশু তানজিলাকে ব্যবস্থাপক সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পূর্নবাসন কেন্দ্র, বরিশাল প্রেরণ করা হয়।
মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের বলেন, শিশু তানজিলার নিরাপত্তা ও কর্মসংস্থানের কথা চিন্তা করে আমরা তাকে পুর্নবাসন কেন্দ্রে প্রেরণ করছি। আমরা তার পরিবারের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। তবু্ও আমরা আমাদের সাধ্যমত সুবিধা বঞ্চিত শিশু তানজিলা (১৭) কে নিরাপত্তা ও পূনর্বাসনের ব্যবস্থা করেছি। সাধারণ মানুষকে সেবা দানই আমার কর্তব্য। আমাদের শ্লোগান একটাই “চাকরি নয়, সেবা”।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply