বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

এস এম আলমগীর হোসেনঃ কলাপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপুজার মন্ডব পরিদর্শন ও পুজারী দের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কলাপাড়ার কৃতিসন্তান এ্যাড.ড.শামীম আল সাইফুল সোহাগ।
তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমে পৌর শহরে বাদুরতলী পূজামন্ডপ, শ্রী শ্রী জগন্নাথ আখড়া নাট মন্দির দূর্গা পূজামন্ডপ, চিংগড়িয়া সবুজ সংঘ ও চিংগড়িয়া শ্রী শ্রী সার্বজনীন পূজামন্ডপ পরিদর্শন করেন। ওইসব পুজা উদযাপন কমিটির হাতে তিনি তার নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ সহায়তা তুলে দেন।
এসময় যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড.ড.শামীম আল সাইফুল সোহাগ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে আবহমানকাল থেকে সব সম্প্রদায়ের লোকজন একসঙ্গে শান্তিতে বসবাস করে আসছে। ঈদ, পূজা পার্বণে সব ধর্মের লোকজন মিলেমিশে উদযাপন করে। কিন্তু দেশবিরোধী কুচক্রী মহল এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
তিনি আরও বলেন, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি আমরা। কুমিল্লার নানুয়া দীঘিরপাড় দুর্গাপূজামণ্ডপে যে অনভিপ্রেত ঘটনা ঘটানো হয়েছে, ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জনক নেত্রী শেখ হাসিনা কঠোর নির্দেশ দিয়েছেন।
তাই আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় তার সাথে মাহপুর থানা যুবলীগ আহবায়ক মিজানুর রহমান বুলেট, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও আসন্ন টিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদ-প্রার্থী সৈয়দ জাকির হোসেন, পৌর যুবলীগ সহ সভাপতি শেখ মো. যুবরাজ, পৌর কাউন্সিলর খাইরুর হাসনাত খালিদ খান প্রমূখ সহ স্থানীয় যুবলীগ নেতা কমী ও বিভিন্ন পূজা মন্ডপে দায়িত্বপ্রাপ্ত হিন্দু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply