শনিবার, ২২ মার্চ ২০২৫, ০২:০৫ অপরাহ্ন
আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় পায়রা বন্দরে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের জন্য নির্মাণাধীন আবাসন কেন্দ্র থেকে শাওন (২২) নামে এক প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে লালুয়া ইউপির মহল্লাপাড়া গ্রামে ওই আবাসন কেন্দ্রের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত নেছাড় উদ্দিন শাওন ভোলা জেলার চরফ্যাশন এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে। শাওন নির্মাণাধীন আবাসনে ঠিকাদারি প্রতিষ্ঠান ই-ইঞ্জিনিয়ারিংয়ের প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস ওই প্রজেক্টে কর্মরত শ্রমিকদের বরাত দিয়ে জানান, সকাল আটটার দিকে মৃতের ঘরের দরজা বন্ধ দেখে তার সহকর্মীরা অনেক ডেকেও কোনো সাড়া পাননি। পড়ে জানালা দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
কলাপাড়া থানার ওসি মো. জসীম সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply