মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:০৬ অপরাহ্ন
আপন নিউজ অফিস।। কলাপাড়ায় ঘরবাড়ি কূপিয়ে তছনছ করে গর্ভবতী স্বর্না বেগম (২৫) কে মারধরের খবর পাওয়া গেছে।
শনিবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের নাওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
আহত স্বামী সোনা গাজী জানান, ঘটনার দিন সন্ধ্যায় লালুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তারা মিরার ছেলে মেহেদী ও ছালে মিরার ছেলে ফেরদৌস বসতবাড়িতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তছনছ করে ঘরে থাকা নগদ ৮৫ হাজার টাকা ছিনিয়ে যায়।
এসময় তার গর্ভবতী স্ত্রীকে মারধর করে।
তাকে অজ্ঞান অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে পটুয়াখালী রেফার করেন।
কর্মরত কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. অনুপ কুমার সরকার বলেন, অজ্ঞান অবস্থায় কলাপাড়া হাসপাতালে এসে, তিনি গর্ভবতী হয় তাকে পটুয়াখালী রেফার করা হয়েছে।
কলাপাড়া ওসি (তদন্ত) মো. আসাদুল রহমান বলেন, ঘটনা শুনে খোঁজখবর নিয়েছি, এবং ঘটনাস্থলে পুলিশের একটি ফোর্স পাঠানো হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply