বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

মেজবাহউদ্দিন মাননুঃ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের জমি উদ্ধারে প্রশাসনের সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মোঃ ছলেমান হাওলাদার। উপজেলার বিপিনপুর গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা আঃ রশিদ হাওলাদারের সন্তান ছলেমান হাওলাদার সোমবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, তার বাবা আব্দুল রশীদ মুক্তিযুদ্ধকালীন সময় পাক হানাদার বাহিনীর হাতে জীবন দিয়েছেন। তার বিধবা মা মনোয়ারা বেগমের নামে সরকার লতাচাপলী মৌজা থেকে দেড় একর খাস জমি বন্দোবস্ত দিয়েছে। যার বন্দোবস্ত কেস নম্বর ৩৪ কে ৮৯-৯০। দলিল নম্বর ১২০৭, তারিখ ১১-০৪-১৯৯৬। যার এস এ খতিয়ান নম্বর ১৭২৫, দাগ নম্বর ১০৮৮ এবং বিএস খতিয়ান নম্বর ১১৩১, দাগ নম্বর- ২০৩৩,২০৩৪,২০৩৭ ও ২০৩৮।
ছলেমান জানান, এই জমি কেনার কথা বলে জাপার সাবেক মহাসচিব আলহাজ এবিএম রুহুল আমিন হাওলাদার চার/পাঁচ বছর ধরে ঘোরাচ্ছেন। এরই মধ্যে ওই জমিতে তারা সাইনবোর্ড লটকে দিয়েছেন। এখন জমির ধারেকাছে গেলে কুয়াকাটায় থাকা তার লোকজন ভয়ভীতি দেখাচ্ছে। দিচ্ছে খুন জখমের হুমকি। বর্তমানে জমিজমা বেদখল হওয়ায় বৃদ্ধা মাকে নিয়ে এ পরিবারটি মানবেতর জীবন-যাপন করছেন। তারা তাঁদের জমি উদ্ধারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে রুহুল আমিন হাওলাদারের জমিজমা দেখভালের কুয়াকাটার দায়িত্বে থাকা ছামিদুল ইসলাম টিক্কা জানান, দুই বছর পর্যন্ত ছলেমানদের ওই জমি কেনা-বেচার জন্য স্যারের (হাওলাদার) সঙ্গে কথাবার্তা চলছে। এর উত্তরপাশের জমি আমার সাহেব কিনেছেন। সেখানে সাইনবোর্ড দেয়া হয়েছে। তারপরও মাপজোকের কথা বলেছি। যদি ওনার জমির মধ্যে সাইনবোর্ড পড়ে সরিয়ে নেয়া হবে। এখানে দখলের কিছুই নেই। ভয়ভীতি আর খুন-জখমের অভিযোগ সম্পুর্ণ মিথ্যা বানোয়াট।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply