বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৭ পূর্বাহ্ন
চঞ্চল সাহা, আপন নিউজঃ কলাপাড়ায় পূর্ব বিরোধের জের ধরে মো.রাজিব হাওলাদার (২৪) নামে এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনায় ছাত্রলীগ সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখার সাধারণ সম্পাদক মো.অমি গাজী (২৪) ও তার এক সহযোগী মো.ইমন (২৩) কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পৌরশহরের মাদ্রাসা সড়ক এলাকায় মারামারির এ ঘটনা ঘটার পরপরই পুলিশ তাদের আটক করে। গুরুতর জখম রাজীব হাওলাদার বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় রাজীব হাওলাদারের মা মোসা.খালেদা বেগম বাদী হয়ে ছাত্রলীগ নেতা অমি গাজীকে প্রধান আসামী করে সাত জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, পূর্ব শত্রুতার জের এবং সিগারেট খাওয়া নিয়ে বাক-বিতন্ডার এক পর্যায়ে রাজীবকে কুপিয়ে জখম করা হয়। ইতিমধ্যে দু’জন আসামী কে আটক করা হয়েছে, বাকীদের আটকের চেষ্টা চলছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply