বুধবার, ১৮ মে ২০২২, ১১:৪০ পূর্বাহ্ন
আপন নিউজ অফিসঃ ‘‘বঙ্গবন্ধুর দর্শণ, সমবায়ে উন্নয়ন’’ এই প্রতিপাদ্য নিয়ে কলাপাড়ায় ৫০তম জাতীয় সমবায় দিবস ২০২১ পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় অধিদপ্তরের নিজস্ব পতাকা উত্তোলন শেষে হলরুমে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত সভায় উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি (সিপিপি) এর সহকারী পরিচালক মোঃ আছাদুজ্জামান খান এর সভাপতিত্বে সমবায় ভিত্তিক সংগঠনের ইতিহাস ঐতিহ্য এবং ভবিষ্যত করনীয় বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান।
স্বগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন আহমেদ। এবং অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমবায়ী মো. নকিব উদ্দিন, জসীম পারভেজ, আবু হানিফ প্রমূখ।
Leave a Reply