শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় বিজয় দিবস উপলক্ষে বর্ণিল আলোয় আলোকিত গলাচিপা প্রেস ক্লাব। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। আর মহান বিজয় দিবসকে সামনে রেখে বর্ণিল আলোক সজ্জায় সেজেছে গলাচিপা প্রেস ক্লাব।
সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকেই দেখা যায় মনমাতানো রং-বেরংয়ের আলোর খেলা। এমন চোখ ধাঁধানো আলোকসজ্জায় মুগ্ধ প্রেস ক্লাবের আশেপাশের মানুষ। যেন আলোয় আলোয় খেলা করছে সমস্ত্ম এলাকা। ফলে এ বছর বিজয় দিবসের আনন্দে ভিন্নমাত্রা যোগ হয়েছে সাংবাদিকবৃন্দের মধ্যে। প্রতিদিন সন্ধ্যার পর পরই লাল সবুজের আলোতে ঝলমলিয়ে গলাচিপা প্রেস ক্লাব এলাকা। চোখ ধাঁধানো এ আলোকসজ্জার ঝলকানি মন কেড়েছে সবার। বিজয় দিবস উদযাপন উপলক্ষে লাল, সবুজ, নীল, হলুদ, সাদা, সোনালি, হরেক রঙের আলোর ব্যবহার করা হয়েছে।
প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় বলেন, মহান বিজয় দিবস বাঙ্গালীর গর্বের একটি দিন। অত্র অ লের অনেকে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। আর তাদের আত্মত্যাগের ফলেই বাংলাদেশ আজ স্বাধীন একটি দেশ। আজ আমাদের খুশির দিন। তাই মহান বিজয় দিবসের এই খুশিতে আমরা গলাচিপা প্রেস ক্লাবকে একটু ভিন্ন ভাবে সাজানোর চেষ্টা করেছি।
সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড বলেন, মহান বিজয় দিবস আমাদের অহংকার, আমাদের গর্ব।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply