বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়া বিআরডিবি অফিসের কর্মী পরিচয়ে লোন পাইয়ের দেয়ার নামে অর্থ আত্মসাৎ ও প্রতারনার অভিযোগে দায়েরকৃত মামলা আমলে নিয়ে অভিযুক্ত লাইজু আক্তার (৪৫)’র বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত। বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত বৃহস্পতিবার (৭এপ্রিল) এ আদেশ জারি করেন।
এর আগে উপজেলার ধূলাসার ইউনিয়নের নতুনপাড়া গ্রামের আলতাফ হোসেন পৌরশহরের এতিমখানা এলাকার মৃত সাহেব আলী তালুকদারের মেয়ে লাইজু’র বিরুদ্ধে বিআরডিবি’র ১০ লক্ষ টাকা লোন পাইয়ে দেয়ার প্রলোভনে ১ লক্ষ ১৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেন। যা কলাপাড়া থানার ওসি (তদন্ত) কে তদন্ত করার নির্দেশ দেন আদালত।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো: আসাদুর রহমান বলেন, ’লাইজু ক্ষুদ্র ব্যবসায়ীদের নিকট নিজেকে বিভিন্ন সময় এনজিও কর্মী বা বিআরডিবি’র কর্মী পরিচয়ে তাদের লোন পাইয়ে দেয়ার কথা বলেন। এবং লোন পাওয়ার প্রাথমিক শর্ত হিসেবে অগ্রিম স য় জামানত জমা দিতে বলেন। এভাবে বাদীর পুত্র মুদি ব্যবসায়ী জুবায়েরকে ১০ লক্ষ টাকা লোন পাইয়ে দেয়ার জন্য অগ্রিম ১ লক্ষ ১৫ হাজার টাকা হাতিয়ে নেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply