রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার ১০ কৃষকের মাঝে হার্বেস্টার মেশিন বিতরন করা হয়েছে।
শনিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি সাংসদ এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বিতরন কার্যক্রমের উদ্বোধন করেছেন।
জানাগেছে, কৃষি কাজ তরান্তিত ও গতিশীল করতে সরকার ৭০% ভর্তুকী মুল্যে কৃষকদের মাঝে হার্বেস্টার মেশিন বিতরনের উদ্যোগ নেন। আউশ মৌসুমে আমতলী উপজেলার ১০ জন কৃষকের মাঝে হার্বেস্টার মেশিন বিতরন করা হয়। ইউএনও একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে হার্বেস্টার মেশিন বিতরনী সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা-১ আসনের সাংসদ এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট এমএ কাদের মিয়া, ওসি একেএম মিজানুর রহমান। উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিমের স ালনায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান বাদল খান, রোবহান উদ্দিন মাসুম তালুকদার, মোঃ রফিকুল ইসলাম রিপন হাওলাদার, মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক, মোসাঃ সোহেলী পারভীন মালা, কৃষক আব্দুল্লাহ আল মামুন ও হুমায়ুন কবির।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply