পদ্মা সেতুর কল্যাণে বদলে যাবে ‘রাঙ্গাবালী’ | আপন নিউজ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলী সদর ইউপি নির্বাচনে শেষ সময়ে প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা; জরিপে এগিয়ে মোতাহার আমতলী একে স্কুল মহাসড়ক থেকে ৪৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ কলাপাড়ায় দূর্যোগ সচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত কলাপাড়ায় ট্রাক কেনার কথা বলে আপন ভাতিজীর টাকা নিয়ে উধাও আপন চাচা জমে উঠেছে আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন; তিন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস আমতলীতে ডায়েরীয়ার প্রকোপ, স্যালাইন সংঙ্কট স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনের বেডে ৩১ জনের চিকিৎসা! কলাপাড়ায় ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কে পি’টি’য়ে জ’খ’ম করার অভিযোগ গলাচিপায় ডায়রিয়ার প্রকোপ, শিশুর মৃ’ত্যু কলাপাড়ায় জমিসংক্রান্ত বিষয় সালিশি বৈঠক শেষে হামলা; তিনজনকে কু’পি’য়ে জ’খ’ম কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে মা-ছেলে ও ছেলের বউকে পি’টি’য়ে জ’খ’ম করার অভিযোগ
পদ্মা সেতুর কল্যাণে বদলে যাবে ‘রাঙ্গাবালী’

পদ্মা সেতুর কল্যাণে বদলে যাবে ‘রাঙ্গাবালী’

সঞ্জিব দাস, গলাচিপা।। দক্ষিণাঞ্চলের স্বপ্ন পূরণের দিন ২৫ জুন। ওইদিন পদ্মাসেতু উদ্বোধনে খুশি দেশের সর্বদক্ষিণের দ্বীপ রাঙ্গাবালীর মানুষ। নদী আর সাগর ঘেরা দ্বীপ উপজেলা ‘রাঙ্গাবালী’। এটি জেলা সদর পটুয়াখালী থেকে ৪০ কিলোমিটার দূরে। যেখানে প্রায় দুই লাখ মানুষের বাস।

আর এই দুই লাখ মানুষের একমাত্র যাতায়াত মাধ্যম নৌপথ। পাড়ি দিতে হয় ভয়াল আগুনমুখা নদী। নানা ভোগান্তি পেরিয়ে পৌছতে হয় সৌন্দর্যের দিগন্তে। আর এবার দীর্ঘদিনের ভোগান্তি উপেক্ষা করে এ দ্বীপের মানুষ এবার পেতে যাচ্ছে পদ্মা সেতুর সুফল। রাঙ্গাবালীর লোকজন জানিয়েছেন, পদ্মা সেতুর কল্যাণে সম্ভাবনার দুয়ার খুলবে, ভাগ্য বদলাবে এই দ্বীপের। যেখানে একমাত্র বাঁধা ছিলো যোগাযোগ ব্যবস্থা। তারা বলছেন, পদ্মা সেতুর শতভাগ সুফল পেতে রাঙ্গাবালীর কোড়ালিয়া থেকে গলাচিপা উপজেলার পানপট্টি নৌরুটের আগুনমুখা নদী ফেরি সেবা চালু প্রয়োজন। তাহলেই উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে; লাঘব হবে যোগাযোগ সমস্যারও।

স্থানীয়রা বলছেন, বর্তমানে লঞ্চযোগে রাঙ্গাবালী থেকে ঢাকা যেতে সময় লাগে ১৬ থেকে ১৭ ঘন্টা। আর ফেরিসেবা চালু হলে সড়কপথেই পদ্মা সেতুর কল্যাণে ঢাকা যেতে সময় লাগবে মাত্র সাত থেকে আট ঘন্টা। এতে একদিকে যেমন সময় বাঁচবে অন্যদিকে ঘটবে অর্থনৈতিক সমৃদ্ধি। পাল্টে যাবে এলাকার দৃশ্য।পর্যটনমুখর হবে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি জাহাজমারা, সোনারচর, চরহেয়ার ও তুফানিয়া সমুদ্র সৈকত। সূর্যোদয়-সূর্যাস্ত, ম্যানগ্রোভ বনাঞ্চল, অতিথি পাখির কোলাহলসহ নয়নাভিরাম দৃশ্য দেখতে ছুঁটে আসবেন ভ্রমণপিয়াসুরা। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, পর্যটক বাড়লে এলাকার অর্থনৈতিক উন্নয়ন হবে। শুধু পর্যটন নয়, সম্ভাবনাময় উপজেলাটি রসালো ফল তরমুজ উৎপাদনে এটি অন্যতম এলাকা। কৃষি বিভাগের তথ্য বলছে, প্রতি মৌসুমে রাঙ্গাবালীতে উৎপাদিত ৩ লাখ মেট্রিকটণ তরমুজ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বাজারজাত হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩০০ কোটি টাকা।

কৃষকরা বলছেন, ফেরি থাকলে তরমুজসহ বিভিন্ন কৃষি পণ্য স্বল্প সময়ে বাজারজাত করা যাবে। এতে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে কৃষক। ভোক্তাও পাবে কম দামে তাজা পণ্য। চারদিকে নদী ও সাগর বেষ্টিত দ্বীপটি মৎস্য আহরণস্থল। যেখানে আছে ইলিশের অভয়াশ্রম। আগুনমুখা, বুড়াগৌরাঙ্গ, রাবনাবাদ ও দারছিড়া নদীসহ সাগর জলসীমা থেকে তাঁজা ইলিশ পৌছবে ঢাকায়। এছাড়া হাসপাতালবিহীন এ উপজেলার মানুষ অন্যত্র গিয়ে নিতে পারবে আধুনিক চিকিৎসা সেবা। ব্যবসা-বাণিজ্যেও ঘটবে নানা পরিবর্তন। উল্লেখ্য, ইতোমধ্যে কোড়ালিয়া-পানপট্টি নৌরুটের আগুনমুখা নদীতে ফেরি চালুর জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্পোরেশনের (বিআইডাব্লিউটিসি) একটি দল সরেজমিনে পরিদর্শন করে চলতি বছরের ১৩ জানুয়ারি সমীক্ষা প্রতিবেদন দাখিল করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টি প্রক্রিয়াধীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমান বলছেন, ফেরিসেবা চালুর মাধ্যমে রাঙ্গাবালীর সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ স্থাপন হবে। এজন্য ইতোমধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে উর্ধ্বতণ কর্তৃপক্ষের কাছে চিঠি লেখা হয়েছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. জজির উদ্দিন আহম্মেদ জানান, উপজেলাবাসীর প্রাণের দাবি কোড়ালিয়া-পানপট্টি নৌরুটে ফেরি সেবা চালুর। ফেরি চালু হলে পদ্মা সেতুর শতভাগ সুফল পাবে এ অঞ্চলের মানুষ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!