রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৪:০২ পূর্বাহ্ন
পটুয়াখালীর গলাচিপায় অ্যাডভোকেট মো. মনিরুল
ইসলামকে কুপিয়ে জখম করেছে এক সন্ত্রাসী। মঙ্গলবার বেলা দেড়টার দিকে পৌরশহরের আবাসিক হোটেল আল-মামুন’র সামনের সড়কে মনির হাওলাদার (৩৮) নামের এক সন্ত্রাসী ওই আইনজীবীকে এলোপাথারি কুপিয়ে রক্তাক্ত জখম করে। ঘটনার পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আহত অ্যাডভোকেটকে চিকিৎসার জন্য গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করে।
পুলিশ ও প্রতক্ষদশী সূত্রে জানা যায়, গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্র্রেট আদালতের আইনজীবী মো. মনিরুল ইসলাম’র সঙ্গে পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মনির হাওলাদার নামের এক যুবকের পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনা কেন্দ্র করে মঙ্গলবার বেলা দেড়টার দিকে হোটেল আল মামুনের সামনের রাস্তায় সন্ত্রাসী মনির হাওলাদার সশস্ত্র হামলা চালিয়ে অ্যাডভোকেট মনিরুল ইসলামকে রক্তাক্ত জখম করে। এসময় আইনজীবীর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারী সন্ত্রাসীরা পালিয়ে যায়।
আহত অ্যাডভোকেট মনিরুল ইসলাম বলেন, ‘আমার কাছে সন্ত্রাসী মনির হাওলাদার দীর্ঘদিন ধরে চাঁদা চেয়ে আসছিল। চাঁদা না দেওয়ায় সে আমার উপর এ সন্ত্রাসী হামলা করে।’
এ বিষয়ে মনিরের বোন লুপা বেগম সংবাদকর্মীদের জানান, ’অ্যাডভোকেট মনিরের সাথে আমাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনা নিয়ে মঙ্গলবার দুপুরে বাকবিত-া হয়েছে।’
গলাচিপা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ বলেন, ‘গলাচিপা ম্যাজিষ্ট্রেট কোর্টের আইনজীবী মনিরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের লুপা নামের এক নারীর সঙ্গে বিরোধ চলে আসছিল।
প্রাথমিকভাবে ধারণা করছি এ ঘটনা থেকে হয়তো এ হামলার ঘটনা ঘটতে পারে।’
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply