বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাস্তবতার নিরিখে চাহিদা ও সক্ষমতা অনুযায়ী প্রয়োজনের অতিরিক্ত ধান-চাল ক্রয় ও মজুদের কোন সুয়োগ নেই। মিল মালিকরা সিন্ডিকেট করে যাতে বাজার মুল্য প্রভাবিত করতে না পারে সরকার এ কারনেই ধান ক্রয়ের জন্য মাঠে থাকছে। কৃষক ও ভোক্তাদের অবস্থানের সমন্বয়ে যাতে বাজার ঠিক থাকে সে জন্য ভর্তুকি দিচ্ছে সরকার। মন্ত্রী আজ মঙ্গলবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসক দরবার হলে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক প্রতিনিধি ও সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।
জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খাদ্য সচিব ড.নাজমানারা খানুম, জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর প্রমুখ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply