বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৯ অপরাহ্ন
আপন নিউজ অফিস: কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড নয়াপাড়া গ্রামের সড়কে আলাউদ্দিন মিয়া (৪০) নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত সাতটার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
নিহত আলাউদ্দিন পেশায় রং মিস্ত্রী ও নয়াপাড়া গ্রামের মুজাফফর আহমেদ মিয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য রিয়াজ হোসেন জানান, নিহত আলাউদ্দিনের লাশ রাস্তার উপর পড়েছিলো। তার গলার পিছনে কোপ দিয়ে অর্ধেকের বেশি কেটে ফেলে। মাথায়ও আঘাতের চিহ্ন রয়েছে।
বালিয়াতলী ইউনিয়ন ইউপি চেয়ারম্যান এ বি এম হুমায়ুন কবির জানান, জমি নিয়ে নিহত আলাউদ্দিনের সাথে তার চাচাতো ভাই ও ভাইয়ের ছেলের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিলো। আর ঘটনাস্থলে নিহতের ভাতিজা নজরুল ইসলাম নান্নুর মোবাইল পাওয়া গেছে। তবে কারা এ হত্যায় জড়িত এখনও বিষয়টি নিশ্চিত হতে পারেন নি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছেন। কেনো কী কারনে তারা তাকে হত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তারা ঘটনাস্থলে রয়েছেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply