বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৭ পূর্বাহ্ন
আপন নিউজ অফিস; ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর প্রভাবে গাছ পড়ে কলাপাড়া উপজেলার ডাবলুগঞ্জ ইউনিয়নে রাশেদা বেগম (৬০) নামের এক বৃদ্ধ আহত হয়েছেন। খোঁজখবর নিলেন কলাপাড়ার ইউএনও।
সোমবার দুপুরে ঝড়ের সময় এ ঘটনা ঘটে।
তার আত্মীয়স্বজন সোমবার বিকেল ৫টা: ৪০ মিনিট সময় কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
তাকে দেখতে মঙ্গলবার সকালে কলাপাড়া হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য। তার চিকিৎসার খোঁজখবর, উন্নত চিকিৎসার জন্য আশ্বাস প্রদান করেন তিনি।
আহত বৃদ্ধ রাশেদা বেগমকে নগদ টাকা দিয়ে সাহায্য করেন ইউএনও।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার, কলাপাড়া সাংবাদিক ফোরাম’র সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply