শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৮ পূর্বাহ্ন
চঞ্চল সাহা: কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারন সম্পাদক, নাট্যকর্মী তপন কুমার সাহার ২৫ তম মৃত্যুবাষির্কী উপলক্ষে এক স্মরনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মো.হুমায়ুন কবিরের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সাবেক সভাপতি শামসুল আলম, মেজবাহউদ্দিন মাননু, সাংবাদিক মোঃ এনামুল হক, মো.হাফিজুর রহমান, যুগান্তর পত্রিকার কলাপাড়া প্রতিনিধি অমল মূখার্জী, প্রথম আলোর প্রতিনিধি নেছারউদ্দিন আহমেদ টিপু, ইনডিপেনডেন্ট পত্রিকার প্রতিনিধি গোফরান পলাশ, যায়যায়দিনের প্রতিনিধি চঞ্চল সাহা, ৭১’টিভির কলাপাড়া প্রতিনিধি মিলন কর্মকার রাজু প্রমূখ।
অনুষ্ঠান পরিচালণা করেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস,এম মোশারফ মিন্টু। সভার শুরুতে তপন কুমার সাহার আত্মার শান্তি কামনা করে দাড়িঁয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
তপন কুমার সাহা ১৯৯৭ সালের ২৮ অক্টোবর ৪৭ বছর বয়সে কলিকাতা পি.জি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply