শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩২ পূর্বাহ্ন
চঞ্চল সাহা: কলাপাড়ায় গত দু’দিনে পাঁচজন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। শনিবার ৪ জন এবং শুক্রবার ১ জন সহ মোট পাঁচজনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এরা হলো কুয়াকাটা সংলগ্ন ফাসিপাড়া গ্রামের আলম সিকদারের ছেলে মো.আরিফ (১৯), মহিপুর থানার সদরের পরিতাষ পালের ছেলে পলাশ পাল(১৫) চাকামইয়া ইউনিয়নের শান্তিপুর গ্রামের ইসহাক হাওলাদারের মেয়ে লামিয়া (১৫), ধানখালী ইউনিয়নের তাপবিদ্যুৎ সংলগ্ন নাজিম উদ্দিনের ছেলে মেহেদী হাসান (২৪) এছাড়া উজিরপুর উপজেলার ওটরা গ্রামের আদম আলীর ছেলে মো.হানিফ (৪২)।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আর.এম.ও ডা.জুনায়েদ হোসেন লেনিন জানান, ডেঙ্গু আক্রান্তদের সাধ্যমত চিকিৎসা দেয়া হচ্ছে। এরা শংকামুক্ত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply