বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

আপন নিউজ অফিস: সত্যের পদ প্রদর্শক, ন্যায়ের প্রতীক, অন্যায়ের প্রতিবাদীকণ্ঠ, সংগ্রামী বীমুক্তিযোদ্ধা কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা আইনজীবী সমিতির প্রবীন সদস্য এ্যাডভোকেট মোঃ জালাল উদ্দীন তালুকদার (১ নভেম্বর) মঙ্গলবার বিকেল ৪ টা ১৫ মিনিটে কলাপাড়া পৌরসভার রহমতপুর নিজ বাসায় হৃদয় যন্ত্রক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ —– রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক (৭৬) বছর। তিনি ১ পুত্র, ২ কন্যা ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজনরা শুভাকাঙক্ষী রেখে গেছেন।
তিনি ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহন করে পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন।পরে ১৯৮০ সালে আইন পেশায় নিয়োজিত হয়ে দীর্ঘ ৪২ বছর যাবৎ সুনামের সাথে ব্যবসা করে আসছেন। বীর মুক্তিযোদ্ধা মোঃ জালাল উদ্দীন তালুকদার ১৯৪৬ সালে উপজেলার সাবেক লালুয়া ইউনিয়ন পরিষদ এর নিশানবাড়িয়া গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন।
উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য, কলাপাড়া থানার এস আই মোঃ হুমায়ুন কবির মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন। পরে এতিমখানা জামে মসজিদ চত্বরে বুধবার ২ নভেম্বর বেলা ১১ টায় জানাজা শেষে এতিমখানা মুক্তিযোদ্ধা কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
তার মৃত্যুতে কলাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আইনজীবী সমিতি, পটুয়াখালীর সভাপতি এ্যাডভোকেট এম শাহাব উদ্দিন, সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ ফিরোজ আলম, কলাপাড়া আইনজীবী কল্যান সমিতির সভাপতি, খন্দকার মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র আইনজীবী আলহাজ্ব একেএম দেলোয়ার হোসেন, সিনিয়র আইনজীবী শ্রী জ্ঞানেন্দ্র চন্দ্র মন্ডল, সিনিয়র আইনজীবী বাবু নাথুরাম ভৌমিক, মোঃ মজিবুর রহমান তালুকদার, মোঃ নাসির উদ্দিন মাহামুদ, আবদুল সালাম হাওলাদার, দুলাল দেবনাথ, শংকর চন্দ্র রায়, এ্যাড. কাওছার, মোঃকামরুজ্জামান, মোঃ নুরুজ্জামান হাওলাদার, আবুল হোসেন, আনোয়ার হোসেন, মোঃ ফারুক হোসেন, মোঃ নাসির উদ্দিন সোহাগ, মো: গোলাম মোস্তফা প্রমুখ সহ কলাপাড়া সাংবাদিক ফোরাম’র সাধারণ সম্পাদক আপন নিউজের এস এম আলমগীর হোসেন মরহুমের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply