বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪২ পূর্বাহ্ন
আপন নিউজ অফিস: কলাপাড়ায় স্বামী বরিশাল বিএনপির মহাসমাবেশের যাওয়া নিয়ে মোবাইল ফোনে ঝগড়া করে স্ত্রী রেশমা বেগম (২৫) কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছ।
শনিবার দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের তাহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, তাহেরপুর গ্রামের ফেরদৌস মোল্লা শুক্রবার বরিশাল বিএনপির মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য যান। শনিবার এ নিয়ে রেশমা বেগম তার স্বামী ফেরদৌস মোল্লার এর সাথে মোবাইল ফোনে ঝগড়া হয়, ঝগড়ার কিছুক্ষণ পর স্ত্রী কীটনাশক পান করে আত্মহত্যা চেষ্টা চালায়, পরে টের পেয়ে আত্মীয়-স্বজনরা কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে তাকে চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি বিপদ মুক্ত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply