বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন
পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে স্থানীয় এমপির পুত্রকে অভ্যর্থনা জানাতে একটি প্রাইমারী ও কলেজিয়েট স্কুলের কয়েকশ’ কোমলমতী
শিক্ষার্থীর পাঠদান বন্ধ রেখে প্রায় আড়াই ঘন্টা রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে অবিভাবকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে ধুলিয়া কলেজিয়েট স্কুল মাঠে স্থানীয় ভাবে ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে স্থানীয় এমপির পুত্র রায়হান সাকিব উপস্থিত ছিলেন। সকাল ১০টায় তার খেলা উদ্বোধন করার কথা থাকলে তিনি আসেন বেলা সাড়ে ১১টায়। আর তাকে অভ্যর্থনা
জানাতে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আড়াই ঘন্টা ধুলিয়া সরকারী প্রাইমারী ও ধুলিয়া কলেজিয়েট স্কুলের কয়েকশ’ শিক্ষার্থীকে রোদের মধ্যে
দাঁড় করিয়ে রাখা হয়। ওই খেলার কারণে ওই দিন দুইটি বিদ্যালয়ে কোন ক্লাস হয়নি। এ নিয়ে স্থানীয় অভিভাবকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক বলেন,‘ এমপি হলে কথা ছিল। কিন্তু তার ছেলেকে অভ্যর্থনা জানাতে শিক্ষার্থীদের রোদের মধ্যে দাঁড়
করিয়ে রাখা ঠিক হয়নি।’
এ ব্যাপারে ধুলিয়া কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক এসএম জহিরুল ইসলাম’র কাছে জানতে চাইলে তিনি বলেন, আপনি স্পটে আসেন তারপর বলবো। অপর এক প্রশ্নের জবাবে বলেন, আপনি পত্রিকায় যা লেখার লেখেন।
ধুলিয়া প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক মাসুমা আক্তারকে বলেন, আমাদের ছেলে মেয়েদের কিছুক্ষনের জন্য মাঠে নামানো হয়েছিলো। তবে রোদের মধ্যে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখার বিষয়ে তিনি কোন কথা বলতে রাজি হননি।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply