বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

আপন নিউজ অফিস: কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের সলিমপুর এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় চালক সাইফুল ইসলাম (২০) নিহত হয়েছেন। আহত হয়েছে মোটরসাইকেল আরোহী অনুপ। তাকে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। রোববার রাতে কুয়াকাটা সৈকতে ভ্রমনে যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম জানান, গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের হানিফ শরীফের ছেলে ইলেকট্রিশিয়ান সাইফুল ইসলাম রোববার রাতে বন্ধুদের সাথে মোটরসাইকেলে করে কুয়াকাটায় ঘুরতে যাচ্ছিলো। কলাপাড়ার শেখ কামাল সেতু পার হয়ে তারা সলিমপুর এলাকায় পৌছলে ঘণ কুয়াশায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পড়ে সাইফুল ও অনুপ গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা সাইফুলকে মৃত ঘোষণা করেন।
সোমবার সকাল ১১টার দিকে নিহতের মরদেহ সুরতহাল শেষে আইনী পদক্ষেপ শেষে সাইফুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এনিয়ে গত তিন দিনে কলাপাড়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply